বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০১৮

আজ ‘রুপুর পাসপোর্ট’


ভদ্র ও লাজুক গোছের ছেলে তপু। একদিন রাস্তায় বের হতেই ফুটপাথে খুঁজে পায় একটি মেয়ের পাসপোর্ট। অন্যদিকে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে নতুন বাসায় চুপচাপ বসে থাকে রুপু। হাসি-ঠাট্টা করতে গিয়ে আচমকা পাসপোর্টের মালিককে আবিষ্কার করে তপু। শুরু হয় লুকিয়ে রুপুকে দেখা। তবে পাসপোর্ট দিতে যাবে কে? লাজুক তপু দ্বিধা করতেই পাসপোর্ট নিয়ে রুপুদের বাসায় হাজির তপুর বন্ধু হাসান। পাসপোর্ট ফেরত দিতে গিয়ে পরিচয়ের পর রুপুর নম্বর নিয়ে আসে হাসান। তারপর গল্প মোড় নেয় অন্যদিকে।

এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘রুপুর পাসপোর্ট’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও শ্যামল মাওলা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১