বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০১৮

ফের একসঙ্গে অনিল-মাধুরী


ফের বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। পরিচালক ইন্দ্র কুমারের ‘টোটাল ধামাল’ ছবিতে দেখা যাবে নব্বইয়ের জনপ্রিয় এই জুটিকে। কমেডিতে ভরপুর এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে শনিবার। ধামাল সিনেমার সিরিজ টোটাল ধামালে দেখা যাবে বলিউডের অন্যতম সেরা জুটিকে। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, গ্রিন রঙের একটি সুট পরেছেন অনিল কাপুর। ছবির একটি দৃশ্যে রেড গাউনে অনিলের সঙ্গে রয়েছেন ‘ধকধক গার্ল’ খ্যাত মাধুরী। গত সপ্তাহে মেহবুব স্টুডিওতে এই সিনেমার ফটোশুট করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মাধুরী ও অনিল ছাড়াও এই সিনেমাতে রয়েছেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, ঋতেশ দেশমুখ, জাভেদ জাফরি ও সঞ্জয় মিশ্র। উল্লেখ্য, টোটাল ধামালের পরিচালকে ইন্দ্র কুমারের ‘বেটা’ সিনেমাতে একসঙ্গে জুটি বেঁধে হইচই ফেলে দিয়েছিলেন অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। বেটা সিনেমার বিখ্যাত গান ‘ধক ধক করনে লাগা’য় নাচের দৃশ্যে মাধুরী-ম্যাজিক এখনো দর্শক মনে দাগ কেটেছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১