আপডেট : ২৩ April ২০১৮
বলিউড অভিষেকের জন্য একেবারে তৈরি সাইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। বিভিন্ন লুকে তাকে ইতোমধ্যেই দেখেছেন সোশ্যাল অডিয়েন্স। কিন্তু এমন সেনসেশনাল লুকে কি এই স্টার কিডকে আগে দেখেছেন? না দেখেননি। সম্প্রতি সারার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে শাড়ি পরে সেনসেশনাল অবতারে ‘সাত সমুন্দর’ গানের তালে নাচছেন সারা। ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার পোশাকে সারার এই নয়া অবতার দেখে চমকে গেছেন দর্শকদের একটা বড় অংশ। এই মুহূর্তে সারার হাতে রয়েছে দুটো বড় প্রজেক্ট। রোহিত শেট্টির ‘সিম্বা’তে তিনি রণবীর সিংহের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। অন্যদিকে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’-এও অভিনয় করছেন সারা। তিনি অভিনয় কেমন করেন, তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে নাচের পারফরম্যান্সে যে অনেককেই টেক্কা দিতে পারবেন তা একপ্রকার নিশ্চিত বলে মনে করছেন দর্শকদের একটা বড় অংশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১