আপডেট : ২৩ April ২০১৮
এবার মিউজিক ভিডিওতে আসছে শিশুতোষ গান ‘ব্যাং ব্যাং’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ তোফায়েল। সঙ্গীতায়োজন করেছেন তাসনুভ। তোফায়েলের সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন রিমবিক, অনন্যা ও তাসনুভ। শিশুতোষ এ গানটির মিক্সিং মাস্টারিং রোকন ইমন। ভিডিও পরিচালনা করেছেন সোহান। গানের মডেল হিসেবে শিল্পী আহমেদ তোফায়েলের সঙ্গে রয়েছেন মাহা এবং অন্যরা। শিল্পী আহমেদ তোফায়েল বলেন, ‘শিশুদের নিয়ে বাংলায় খুব বেশি গান করা হয় না। সেই শূন্যতা পূরণে ব্যাং ব্যাং একটি ছোট্ট প্রয়াস। এই গানের মাধ্যমে শিশুদের কেবল আনন্দ দেওয়ার কথাই ভাবা হয়েছে।’ আহমেদ তোফায়েল পেশায় সংবাদকর্মী। একটি বেসরকারি টিভি চ্যানেলে সিনিয়র জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কর্মরত আছেন তিনি। পাশাপাশি সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা করে যাচ্ছেন নিয়মিত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১