বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০১৮

আখাউড়ায় পুতুলনাচ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পুতুলনাচ। মাসব্যাপী বৈশাখ উদযাপনের ৬ষ্ঠ দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ নাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আখাউড়া প্রেস ক্লাবের সৌজন্যে সকাল ১১টা থেকে শুরু হয় এ প্রদর্শনী। পুতুলনাচের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ শামছুজ্জামান। 

এ সময় অন্যদের মধ্যে ছিলেন— আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক নুরুন্নবী ভুইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, অধ্যাপক কামাল উদ্দিন, ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভূইয়া প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ার বাণী বীণা পুতুলনাচ দিনব্যাপী এই নাচ পরিবেশন করেছে। ঐতিহ্যবাহী এ পুতুলনাচ দেখতে জেলা-উপজেলার বিভিন্ন লোকজন ভিড় করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১