আপডেট : ২০ April ২০১৮
‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে নতুন ছবি পরিচালনা করতে যাচ্ছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। গতকাল বাংলাদেশের খবরের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। পরিচালনার পাশাপাশি ছবির গল্পও লিখবেন তিনি। সেলিম জানান, মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরের অবদান এবং বাঙালি নৌ-কমান্ডোদের অভিযান নিয়েই গল্প-ভাবনা হচ্ছে। নৌ-কমান্ডোদের বিভিন্ন অপারেশন তুলে আনার চেষ্টা করবেন গল্পে। ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শিল্পী-কলাকুশলী কারা থাকছেন? উত্তরে সেলিম বলেন, ‘সবে ঘোষণা এসেছে। আমি কাজ করছি এটা কনফার্ম। গল্প ও চিত্রনাট্য সম্পূর্ণ তৈরি হলে কাস্টিংয়ের ব্যাপারে ভাবব। আশা করছি, শিগগিরই বিস্তারিত জানাতে পারব।’ গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত প্রথম ছবি ‘মনপুরা’ দর্শক মহলে সাড়া ফেলেছিল। প্রথম ছবি পরিচালনার প্রায় ৯ বছর পর দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ নির্মাণ করেছেন তিনি। তৃতীয় ছবি ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণে অত সময় নেবেন না বলে জানিয়েছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১