আপডেট : ১৯ April ২০১৮
ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে কাজ করতে যাচ্ছেন স্টিভেন স্পিলবার্গ এবং তার প্রযোজনা সংস্থা অ্যামবিন এন্টারটেইনমেন্ট। ডিসি কমিক্সের ‘ব্ল্যাকহক’ ছবি দিয়েই সুপারহিরো ফিল্মসে হাতেখড়ি হতে চলেছে স্পিলবার্গের। ‘ব্ল্যাকহক’-এর চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন স্টিভেনের বহুদিনের সহযোগী ডেভিড কোয়েপ। স্পিলবার্গ ছাড়াও এই ছবির প্রযোজনায় থাকছেন ক্রিস্টি ম্যাকস্কো ক্রিগার। এক্সিকিউটিভ প্রডিউসারের দায়িত্বে থাকবেন সু ক্রোল। তবে এখনই এই ছবির কাজে হাত দেবেন না স্টিভেন স্পিলবার্গ। ২০১৮ সালে তিনি ব্যস্ত ইন্ডিয়ানা জোনস ৫-এর প্রি প্রোডাকশনের বিভিন্ন কাজ নিয়ে। ২০১৯ সালে সেই ছবির শুটিং শুরু হবে। একই সঙ্গে কাজ চলছে তার অন্য এক ছবি ওয়েস্ট সাইড স্টোরির রিমেকের। অতএব সুপারহিরো ফিল্ম ব্ল্যাকহক নিয়ে কাজ শুরু করতে ২০২০ সালে হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ১৯৪১ সালে ডিসি কমিক্সের প্রথম আত্মপ্রকাশ হবে ‘ব্ল্যাকহক’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একদল দক্ষ পাইলটদের জীবন নিয়েই তৈরি এই কমিক্স।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১