বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০১৮

আগামীকাল মুক্তি পাচ্ছে আলতা বানু


ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে বৃন্দাবন দাসের চিত্রনাট্য ও অরুণ চৌধুরীর পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ‘আলতা বানু’ মুক্তি পেতে যাচ্ছে ২০ এপ্রিল। ঢাকাসহ দেশের ৭টি প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।

দুই বোনের এক অনন্য গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ।

‘আলতা বানু’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে গত ১৮ এপ্রিল দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, গুণী অভিনেত্রী দিলারা জামান, নির্মাতা অরুণ চৌধুরী, চিত্রনাট্যকার বৃন্দাবন দাস, নরেশ ভূঁইয়া, সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১