বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০১৮

বিশ্বকাপ ফুটবল

টিকেটের দাম ৪০ গুণ বেশি


চলছে বিশ্বকাপ ফুটবলের ক্ষণগণনা। আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশ নেওয়া ৩২টি দল। প্রস্তুত হচ্ছেন সমর্থকরাও। গ্যালারিতে বসে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য প্রয়োজন টিকেট। আর গেল বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিশ্বকাপের টিকেট বিক্রি। এর দায়িত্ব একমাত্র বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার হাতে। কিন্তু তৃতীয় পক্ষ হিসেবে আরো কিছু ওয়েবসাইটও টিকেট বিক্রি করছে, যা নির্ধারিত দামের চেয়ে অনেক গুণ বেশি। কোনো কোনো ক্ষেত্রে এর দাম ৪০ গুণ বেশি হাঁকাচ্ছে ওয়েবসাইটগুলো।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস একটি উদাহরণ তুলে ধরে বিষয়টি পরিষ্কার করেছে। আগামী ১৮ জুন তিউনিসিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ফিফার অফিসিয়াল সাইটে এ ম্যাচের একটি প্রথম ক্যাটাগরির টিকেটের দাম ২৯৬ পাউন্ড। অথচ পাঁচটি ওয়েবসাইট এই টিকেট বিক্রি করছে ৪৮০ পাউন্ড থেকে ১১ হাজার ২৩৭ পাউন্ডে, যা ফিফার মূল দামের প্রায় ৪০ গুণ।

ফিফা এবার টিকেটের ক্ষেত্রে ভক্তদের সতর্ক করে দিয়েছে। তারা জানিয়েছে, বাইরের কোনো ওয়েবসাইট থেকে পাওয়া টিকেটের ব্যাপারে তারা কোনো দায়িত্ব নেবে না। যদি কোনো কারণে স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থায় এমন টিকেটের কারণে কোনো দর্শক আটকে যান এবং খেলা দেখতে না পারেন সে ক্ষেত্রেও ফিফা কোনো দায়িত্ব নেবে না।

ফিফা ছাড়া টিকেট বিক্রি করছে এমন একটি সাইট টিকোম্বো। সাইটটির কর্তৃপক্ষ বিশ্বাস করে তারা কোনো বেআইনি কাজ করছে না- ‘ভক্তরা তৃতীয় পক্ষের কাছে টিকেট বিক্রি করছে, এতে যদি ফিফার কোনো সমস্যা থাকে তবে সেটা টিকোম্বোর সঙ্গে নয়, পুরো মুক্তবাণিজ্যের সঙ্গে। তাই আমাদের বিরুদ্ধে তোলা অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১