আপডেট : ১৮ April ২০১৮
নারায়ণগঞ্জের শান্তির চরে এক হাজার একর খাসজমিতে নিট তৈরি পোশাক পল্লী হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে সোমবার চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নিট গার্মেন্ট প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ পল্লী স্থাপনের নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশই বাণিজ্য মন্ত্রণালয় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ২০০৬ সালের ২২ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে এক সভায় নারায়ণগঞ্জের শান্তির চরে নিট তৈরি পোশাক পল্লী প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের বস্ত্র সেল থেকে পাঠানো ওই চিঠিতে নিট পল্লী স্থাপনের জন্য প্লট বরাদ্দসংক্রান্ত যথাযথ পদক্ষেপ নিতে জেলা প্রশাসককে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তৈরি পোশাক কারখানার কমপ্লায়েন্স প্রতিপালনের অংশ হিসেবে শিল্প ভবনের মানদণ্ড অনুযায়ী নতুন কারখানা ভবন তৈরি হবে। এসব কারখানায় ভৌত অবকাঠামো প্রস্তুত, গ্যাস, বিদ্যুৎ ও পানির পরিকল্পিত সরবরাহ নিশ্চিতকরণ, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামোসহ যাবতীয় সুযোগ-সুবিধা সংবলিত খাতভিত্তিক শিল্প এলাকার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে তৈরি নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি হাতেম আলী বলেন, বর্তমানে কারখানাগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এখানে কিছু কারখানা ক্রেতাদের চাহিদা মোতাবেক কারখানার পরিবেশ নিশ্চিত করলেও অনেক কারখানা আছে যেগুলোর পক্ষে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এদিকে বাংলাদেশে বেশ কিছু আধুনিক মানের কারখানা গড়ে উঠেছে। সে বিষয়টি মাথায় রেখে আমরা শান্তির চরে আধুনিক ও বিশ্বমানের একটি নিট গার্মেন্টস পল্লী গড়ে তোলার প্রস্তাব দিয়েছি। এ ব্যাপারে প্রস্তাবিত নিট পল্লীর লে-আউট জমা দিয়েছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১