আপডেট : ১৭ April ২০১৮
ছয় বছর একসঙ্গে এক ছাদের তলায় থাকার পর বিচ্ছেদের ঘোষণা দিলেন রেসলিং সুপারস্টার জন সিনা ও নিকি বেলা। তাদের আকস্মিক বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছে পাশ্চাত্যের বার্তা সংস্থা ই-অনলাইন। সিনা দম্পতির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ই-অনলাইন জানিয়েছে, ‘দীর্ঘ ছয় বছর একসঙ্গে থাকা এবং জীবনের নানা দিক পর্যবেক্ষণের পর রোববার তারা ভিন্নপথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।’ এ প্রসঙ্গে সিনা ও বেলা যৌথ বিবৃতিও দিয়েছেন। ওই বিবৃতিতে তারা বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল আমাদের জন্য। তারপরও নিতে হয়েছে। আমরা চাই আমাদের পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক অটুট থাকুক।’ উল্লেখ্য, ২০১২ সাল থেকে এই দুজনের মধ্যে প্রণয়ঘটিত সম্পর্ক চলে এলেও তা প্রকাশ পায় ২০১৭ সালে। তেত্রিশতম রেসলম্যানিয়ায় রিঙের মাঝখানে বেলাকে প্রেমপ্রস্তাব দেন সিনা। এরপর টুইট করেন এই লিখে যে, ‘আমি তোমাকে ভালোবাসি নিকোল। তুমি আমাকে একা থাকা উপলব্ধি করতে শিখিয়েছ।’ প্রতিউত্তরে বেলা লিখেছিলেন, ‘এটা অদ্ভুত জাদুর মতো। তোমাকেও খুব ভালোবাসি জন।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১