বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০১৮

৮০ ডলারে ঠেকবে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এরই মধ্যে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ অ্যান্ড কোম্পানি বলছে, তেলের দাম আরো বাড়বে। অপরিশোধিত পণ্যের বাজারের ভবিষ্যৎ বেশ আকর্ষণীয়।

জেপি মর্গানের স্ট্র্যাটেজিস্টদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের ওপর আবারো নতুন করে শুল্ক চাপাতে পারে। পাশাপাশি সিরিয়ার গৃহযুদ্ধে পশ্চিমা শক্তির প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। সার্বিক পরিস্থিতিতে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ৮০ ডলারে ঠেকতে পারে। স্ট্র্যাটেজিস্টরা জানান, তিন থেকে ছয় মাস জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে। ২০১৪ সালের নভেম্বরে শেষবারের মতো ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছেছিল। চলতি বছরের প্রথম সাড়ে তিন মাসে ব্রেন্টের দাম বেড়েছে ৮ শতাংশ, যা ২০১৭ সালের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি। তবে দরবৃদ্ধি নিয়ে কোনো উদ্বেগ নেই। কারণ চাহিদা বাড়তির দিকে থাকলে বাজার স্থিতিশীল থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১