বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০১৮

চুনারুঘাটে কৃষি যন্ত্রপাতির মেলা


চুনারুঘাট পৌর কর্তৃপক্ষের আয়োজনে পীরের বাজার নামক স্থানে রোববার জমে ওঠে দিনব্যাপী বৈশাখী কৃষি যন্ত্রপাতির মেলা। এতে জেলার ৯ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কৃষকরা এসেছিলেন কৃষি যন্ত্রপাতি ক্রয়ের উদ্দেশ্যে।

চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু জানান, বৈশাখী উৎসবের আনন্দ কৃষকদের মাঝে ভাগ করার প্রয়াসে হবিগঞ্জের চুনারুঘাটে প্রায় ১০০ বছর ধরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বান্নীর (বৈশাখী মেলা)। এ মেলায় সব ধরনের কৃষিযন্ত্রপাতি ছাড়াও পাওয়া যায় মাছ শিকারের জাল ও ফাঁদ, বাচ্চাদের খেলনা, বেতের পাটি, খই, মুড়ি, তেলুয়াসহ নানা ধরনের খাবার।

তিনি আরো জানান, বিশেষ করে এ মেলায় বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা লাঙল, জোয়াল, কাঁচি, খুন্তি, কুড়াল, দা, বঁটি, আগুল, ফোরা, চৌকাম, হালের লাঠি, গরুর কোফা, খড় শুকানোর কাজে ব্যবহূত জিনিসসহ হরেকরকম কৃষি যন্ত্রপাতি নিয়ে আসেন। আর স্থানীয় বাজার থেকে এ মেলায় দাম অনেক কম হওয়ায় বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এখানে আসেন।

চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, মেলায় অন্তত ৫০ হাজার লোকের সমাগম ঘটেছে। মানুষের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৫০ পুলিশ সদস্য ঘটনাস্থলে ছিল। তাই মেলাটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১