বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০১৮

অংকুর মাহমুদের ‘চাঁদের আলো-২’


এবার ‘চাঁদের আলো-২’ নিয়ে আসছেন গায়ক ও সঙ্গীত পরিচালক অংকুর মাহমুদ। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন অংকুর মাহমুদ নিজেই। ২০১৭ সালে চাঁদের আলো গানটি দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন এই শিল্পী। তারই ধারাবাহিকতায় ঈগল মিউজিকের ব্যানারে এসেছে চাঁদের আলো-২। গানটির ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। অভিনয় করেছেন শহিদুজ্জামান রাসেল ও আনিকা।

অংকুর মাহমুদ বলেন, ‘আমি চেষ্টা করেছি খুব ভালো কিছু শ্রোতাদের উপহার দেওয়ার। আশা করছি এ গানটিও শ্রোতাদের ভালোবাসা কুড়াবে।’

ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। এর আগে অংকুর মাহমুদের সঙ্গীতায়োজনে ‘ও ছেরি ও ছেরি’ এবং ‘বেহায়া মন’ শিরোনামের গান দুটি জনপ্রিয় হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১