বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০১৮

টানা চার কার্যদিবস ডিএসইর প্রধান মূল্যসূচক পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের গত এক মাসের গতিচিত্র সূত্র : ডিএসই


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধানমূল্যসূচক ডিএসইএক্স টানা চার কার্যদিবস নিম্নগামী প্রবণতায় রয়েছে।  রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৩৯ পয়েন্ট। এর আগের কার্যদিবসে সূচকটি কমে ২০ পয়েন্ট। 

ডিএসইতে রোববার লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছ ২১৯টির, বেড়েছে ৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির।  স্টক এক্সচেঞ্জটিতে এদিন লেনদেন হয়েছে ৪১২ কোটি ২৫ লাখ ৪২ হাজার টাকা, যা আগের দিন ছিল ৫৫৩ কাটি ৪২ লাখ ৫৯ হাজার টাকা।

ডিএসইএক্স এদিন ৩৯.৫২ পযেন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৩ দশমিক ৬০ পযেন্ট। ডিএসই-৩০ সূচক ১০ পয়ন্ট দাঁড়িয়েছে ২ হাজার ১৭৫ পয়েন্ট। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ২ দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৫০ পয়েন্ট।

ডিএসইতে এদিন সোনালী আঁশের শেয়ারদর ৮ দশমিক ৭৩ শতাংশ বা সাড়ে ২২টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৮০ টাকা ১০ পয়সায়। 

  

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১