বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০১৮

পেছনে ৩ ক্যামেরার ফোন আনছে অ্যাপল


পেছনে তিন ক্যামেরার আইফোন আনার লক্ষ্যে কাজ করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রযুক্তি সাইট সিনেটের খবরে বলা হয়েছে, ২০১৯ সালের মধ্যে আইফোনের পেছনে ১২ মেগা-পিক্সেলের তিনটি ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে।

ম্যাকরিউমার্সের বরাতে সিনেট জানিয়েছে, সম্প্রতি পেছনে তিন ক্যামেরার স্মার্টফোন পি২০ প্রো উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আর এ কারণেও অ্যাপল ভাবছে শিগগিরই আইফোনে তিন ক্যামেরা যুক্ত করতে।

তবে এ বিষয়ে জানতে সিনেটের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করা হয়নি।

বর্তমানে পেছনে দুটি লেন্স রয়েছে কিছু আইফোনে। এর আগে গুজব শোনা গেছে, আইফোন ক্যামেরার ৫এক্স জুম আনতে কাজ করছে এই মার্কিন প্রযুক্তি জায়ান্ট। ৫এক্স জুমের খবরটি সত্যি হলে তৃতীয় লেন্সটি ৫এক্স জুম আনতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি সপ্তাহেই লাল রঙের আইফোন ৮ আর আইফোন ৮ প্লাস উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। গত ১০ এপ্রিল থেকে লাল রঙের এই আইফোন ৮-এর প্রিঅর্ডার নেওয়া শুরু করেছে অ্যাপল। আর ১৩ এপ্রিল থেকে এগুলোর চালান দেওয়া শুরু হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১