বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০১৮

সারোয়ার শুভর ‘এই মিনতি’


পহেলা বৈশাখে ‘এই মিনতি’ শিরোনামে ফোক গান নিয়ে হাজির হচ্ছেন সারোয়ার শুভ। গানের কথা ও সুর করেছেন বাউল সম্রাট শাহ আবদুল করিম পুত্র বাউল শাহ নূর জালাল করিম। সঙ্গীতায়োজন করেছেন অংকুর মাহমুদ।  

ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। সম্প্রতি নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। এতে অংশ নিয়েছেন রিয়েলি আহমেদ ও সুপ্ত।

সারোয়ার শুভ বলেন, ‘বাংলা নববর্ষে মাটি ও মানুষের গান করেছি। আমার আগে এই গানটি কলকাতার প্রয়াত কালিকাপ্রসাদ গেয়েছিলেন। বাউল পুত্র শাহ নূর জালালকে ধন্যবাদ, তিনি আমাকে গানটি করার অনুমতি দিয়েছেন। আশা করি গানটি শ্রোতাপ্রিয়তা পাবে।’

শুভর কণ্ঠের মাধ্যমে গানটি বাংলার বাউল গানপ্রিয় সমস্ত মানুষের কানে পৌঁছে যাবে এমনটা আশা করে বাউল পুত্র শাহ নূর জালাল বলেন, ‘শুভর গায়কি ভালো। আমি তার গায়কিতে মুগ্ধ। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’ 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১