আপডেট : ১২ April ২০১৮
লাফার্জহোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং মানবসম্পদ বিভাগের প্রধান ক্যারোলিন লুসকম্বে ঢাকায় আসছেন আজ বৃহস্পতিবার। এ সফরে তিনি লাফার্জহোলসিম বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়াও দেশের ঊর্ধ্বতন মানবসম্পদ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং গ্রাহকদের সঙ্গে দেখা করবেন। ২০১৬ সাল থেকে লাফার্জহোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং মানবসম্পদ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিটিশ নাগরিক লুসকুম্বে। তিনি লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। সিনজেনটার এবং জিই গ্রুপের মতো বিশ্বমানের কোম্পানিতে কাজ করার পর ২০১০ সালে তিনি লাফার্জহোলসিম গ্রুপে যোগদান করেন। নির্মাণসামগ্রীর ক্ষেত্রে লাফার্জহোলসিম বিশ্বের নেতৃস্থানীয় কোম্পানি। বর্তমানে ৮০টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্ট ছাড়া আরো তিনটি গ্রাইন্ডিং ইউনিট পরিচালনা করে কোম্পানিটি। বিজ্ঞপ্তি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১