বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০১৮

জাপানিজ ইনভেস্টরস পার্টনারশিপ মিট-২০১৮

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে উদ্যোগ


জাপান ও বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরো বেশি বেসরকারি বিনিয়োগ সৃষ্টির লক্ষ্যে গত মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে ‘জাপানিজ ইনভেস্টরস বিটুবি পার্টনারশিপ মিটিং ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

মারুবিনি, সুমিতোমো, নিপ্পন স্টিল, ডেলোয়েট, এনইসি, আইটিও করপোরেশন, সজিজ করপোরেশন, সুজু করপোরেশন, টয়োটা টসুশুও করপোরেশন এবং সেবু শিংস্কিনব্যাংকসহ জাপানের নেতৃস্থানীয় ৫০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিটুবি পার্টনারশিপ মিটে উচ্চ প্রবৃদ্ধিশীল খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোকপাত করা হয়।

বাংলাদেশি মালিকানাধীন একে খান অ্যান্ড কোম্পানি, কনভেয়র লজিস্টিকস, এইচএনএস অটোমোবাইলস, টিএসআই (ট্রেড সার্ভিস ইন্টারন্যাশনাল), সিমকো স্পিনিং, সিনারজিস সোর্সিং, এমেক্স নিটিং অ্যান্ড ডাইং, প্যাসিফিক কোয়ালিটি কন্ট্রোল সেন্টার জাপানি সমমনা প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি বিনিয়োগ, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল, বন্দর, টেক্সটাইল, লজিস্টিকস, অটোমোবাইল খাত, কোয়ালিটি কট্রোল ও ম্যানেজমেন্ট কনসালন্টেনসি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) অংশীদারিত্বে বাংলাদেশি বেসরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা ও উপদেষ্টা প্রতিষ্ঠান ‘হাইসন’ আয়োজিত এটি দ্বিতীয় বার্ষিক বিটুবি পার্টনারশিপ মিট।

হাইসনের সদস্যরা জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হাইসনের প্রতিনিধি দল তাদের করপোরেট প্রোফাইল উপস্থাপন করেন এবং বিনিয়োগের আগ্রহের কথা জানান।

হাইসনের আয়োজনে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার জাপানের নাগোয়া ও ওসকায় আরো দুটি বিটুবি মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবে জাপানের ৪৫টি নিবন্ধিত ব্যবসায়িক প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১