বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০১৮

ভাইরাল সুমনা


‘কমেডি নাইটস উইথ কপিল শর্মা’র জনপ্রিয় মুখ মঞ্জু শর্মা ওরফে সুমনা চক্রবর্তী। এই শোতে কপিলের স্ত্রী’র ভূমিকায় অভিনয় করতেন তিনি। সে থেকেই তার জনপ্রিয়তা তুঙ্গে। বলিউডে অবশ্য তার অভিষেক ১৯৯৯ সালে। সাম্প্রতিক সময়েও বলিউডেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সুমনা। সালমানের ‘কিক’, রণবীর কাপুরের ‘বারফি’ ছবিতে দেখা গিয়েছে তাকে।   

সমপ্রতি সুমনার নতুন ফটোশুট ভাইরাল হয়েছে সোস্যাল দুনিয়ায়। আর তার সেই নতুন ফটোশুট নজর কেড়েছে সবার। চিত্রগ্রাহক দীনেশ আহুজা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুমনার ছবিগুলো। সব ক’টি ছবিতেই একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। মিনিমাল মেক-আপ ও প্যাস্টেল শেডের পোশাকে নজর কেড়েছেন সুমনা।

ছবিতে স্বল্প বসনা এই অভিনেত্রীকে বেশ আবেদনময়ী বলে মনে হয়েছে। নতুন এই ফটোশুট নজর কেড়েছে বলিউডের অনেক নির্মাতার। এই ফটোশুট তাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন অনেকেই। পাশাপাশি দীর্ঘদিনের ঘরানা থেকেও বেরিয়ে আসতে পারবেন তিনি। এখন ব্যতিক্রমী চরিত্রে দেখা যেতে পারে তাকে।

কপিলের নতুন শো ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’-তেও থাকার কথা রয়েছে তার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১