আপডেট : ১১ April ২০১৮
পহেলা বৈশাখ উপলক্ষে সুইডেন যাচ্ছেন জায়েদ খান ও পরীমণি। তবে স্বশরীরে নয়, তাদের অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবির মাধ্যমে যাচ্ছেন তারা। সুইডেনের হালুমদা ফলকেট হাউজে পহেলা বৈশাখ উপলক্ষে প্রদর্শিত হবে ছবিটি। বাংলাদেশের খবরকে এমন তথ্যই জানিয়েছেন জায়েদ খান। ছবির নায়ক ও প্রযোজক জায়েদ খান বলেন, “আমরা কজনা” নামের একটি সংগঠন ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছে। এটি মূলত বাংলাদেশিদের একটি সংগঠন। সেখানে প্রবাসী বাঙালিরা বিভিন্ন আয়োজনে বর্ষবরণ করে থাকে। পান্তা ইলিশের পাশাপাশি তারা এ ছবিটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে।’ আগামীতে আমেরিকা, সিডনি ও ইতালিতে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে জানিয়ে জায়েদ খান আরো বলেন, ‘প্রথমবার আমার অভিনীত কোনো ছবি সুইডেনে মুক্তি পেতে যাচ্ছে। খুবই আনন্দের খবর আমার জন্য।’ প্রয়াত চিত্রনায়ক মান্নার এক ভক্তের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর জ্বালা’। মুক্তির পর পর দেশে আলোড়ন সৃষ্টি করেছিল ছবিটি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমণি। এ ছাড়া আরো অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, অমিত হাসান, মাহমুদুল ইসলাম মিঠু, রেহানা জলি প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১