বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০১৮

বৈশাখে ঐশীর ‘আদর’


পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন তরুণ কণ্ঠশিল্পী ঐশী। গানের শিরোনাম ‘আদর’। প্রসেনজিত ওঝার কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গান প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘ঐশী আজ অনেকদূর এগিয়েছে। সামনের পথ আরো খোলা ওর জন্য। বৈশাখকে সামনে রেখে ওর জন্য গানটি করলাম। গানের কথা, সুর এবং ঐশীর গায়কি বেশ ভালো হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

ঐশী বলেন, ‘সুমন দার সঙ্গে কাজ করার আনন্দটাই অন্যরকম। সুমন দা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সময় গান করে থাকেন। সেই ধারাবাহিকতায় এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন। গানটির সুর ও সঙ্গীত খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করছি শ্রোতারা এবার বৈশাখে এই গানটি নিয়ে মেতে উঠবেন।’

প্রযোজনা প্রতিষ্ঠান প্রোটিউনের ব্যানারে গতকাল সোমবার প্রকাশ হয়েছে গানটির লিরিক ভিডিও। খুব শিগগির গানটির ভিডিও প্রকাশ পাবে বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১