বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০১৮

নতুন গানে পান্থ কানাই


দীর্ঘ সময় পর নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই। ‘দেহের মাঝে’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন তিনি। ফোক ঘরানার গানটির কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। সুর ও সঙ্গীত করেছেন সুমন কল্যাণ।

সুমন কল্যাণ বলেন, ‘অনেক দিন পর পান্থ দা শ্রোতাদের জন্য গান করলেন। তার গায়কির সঙ্গে গানটি বেশ ভালো মানিয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

পান্থ কানাই বলেন, ‘প্রায় দুই বছর পর শ্রোতাদের মাঝে ফিরে আসতে যাচ্ছি। নতুন করে শ্রোতাদের জন্য গান করছি। সম্প্রতি কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। সব মিলিয়ে ‘দেহের মাঝে’ গানটি খুব ভালো একটি গান হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পাবে।’

২০১৬ সালে অনলাইনে প্রকাশ হয়েছিল তার সবশেষ অ্যালবাম ‘দেহখাঁচা’। দুই বছর পর শ্রোতাদের মাঝে আবারো ফিরে আসছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে অ্যামোজ রেকর্ডসের ব্যানারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১