বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০১৮

‘জঙ্গি’ নীনার মেসে তল্লাশি


জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রী সাদিয়া আফরোজ নীনার (২৪) মেসের কক্ষে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার রাতে লালমনিরহাট জেলা ডিবি পুলিশের একটি দল এই তল্লাশি চালায়। লালমনিরহাট জেলার পুলিশ সুপার রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএমবির নারী শাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ এপ্রিল বুধবার লালমনিরহাটের হাতিবান্ধার নিজবাড়ি থেকে নীনাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সরেজমিন দেখা গেছে, বেরোবি সংলগ্ন ঈদগাহপাড়া এলাকার সালামের মোড়ে ‘ফিয়ান ছাত্রীনিবাস’ নামের মেসটির অবস্থান। মেসমালিক আবদুল খালেক জানান, সেখানে ২০-২২ জন ছাত্রী থাকেন। নীনা বছর খানেক আগে ওঠেন। কয়েক দিন আগে তিনি জানান, সিট বাতিল করবেন। মঙ্গলবার তিনি হাতিবান্ধায় নিজবাড়িতে চলে যান। মেসের এক ছাত্রী জানান, নীনা অত্যন্ত মেধাবী। প্রয়োজন ছাড়া কখনো বের হতেন না; কারো সঙ্গে মিশতেনও না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১