আপডেট : ০৭ April ২০১৮
প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন চিত্রনায়ক আমিন খান। ‘আমার একটাই বোন’ শিরোনামের গানে দেখা যাবে তাকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী আতিকা রহমান মম ও লাভলু। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী হোসেন। ভিডিও নির্মাণ করেছেন মাসুম বাবুল। আমিন খান বলেন, ‘এর আগে কখনো কোনো মিউজিক ভিডিওতে কাজ করা হয়নি। এই প্রথম একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। মমকে ও লাভলুকে তাদের গানে উৎসাহিত করার জন্য কাজটি করা। আশা করি ওরা সামনে আরো ভালো কাজ করবে।’ ‘বাজনাবিডি’ নামক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। গানটি প্রসঙ্গে মম বলেন, ‘গান ও ভিডিও, দুটোই অনেক ভালো হয়েছে। আশা করি সকলের কাছে তা ভালো লাগবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১