আপডেট : ২৮ March ২০১৮
সাবেক স্পীকার ও সুকি’র ঘনিষ্ঠ মিত্র উইন মিনত মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এএফপি জানায়, বুধবার দেশটির পার্লামেন্টের স্পীকার মান উইন খাইন থান ৬৬ বছর সয়স্ক উইন মিনতকে নির্বাচিত ঘোষণা করেন। গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট হাইটিন কাইয়ার পদত্যাগের পর সাংবিধানিক কারণে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজন দেখা দেয়। ২০১৫ সালে বিপুল বিজয়ের পরও সাংবিধানিক নিষেধাজ্ঞার কারণে সুকি প্রেসিডেন্ট হতে পারছেন না। কারণ, সুকি’র স্বামী বিদেশী নাগরিক। দেশটির সংবিধান অনুযায়ী বিদেশী নাগরিককে বিয়ে করা কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না। সুকিকে স্টেট কাউন্সিলর হিসাবে প্রেসিডেন্টের চাইতে বেশী ক্ষমতা দেয়া হয়। কিন্তু তার কোন সাংবিধানিক স্বীকৃতি নেই। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট সামরিক বাহিনীর সর্মথিত প্রেসিডেন্ট প্রার্থী মাইনত সিকে পরাজিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১