বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০১৮

অবকাঠামো উন্নয়নে ৫১ মিলিয়ন ডলার ঋণ দেবে কেএফএইডি


বাংলাদেশের উত্তরাঞ্চলের ৫১টি পৌরসভার অবকাঠামো উন্নয়নে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভলপমেন্ট (কেএফএইডি)। তারা ওই উন্নয়নে ৫১ মিলিয়ন ডলার ঋণ দেবে বলে জানিয়েছে বাসস।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা জানান, ‘আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টে’র জন্য ২৭ মার্চ বিকেল সাড়ে ৪টায় শেরেবাংলা নগরে ইআরডি সম্মেলন কক্ষে ঋণচুক্তি স্বাক্ষর হবে।

কর্মকর্তারা বলেন, ইআরডি সচিব কাজী শফিকুল আজম এবং কেএফএইডি’র উপ-মহাপরিচালক হামাদ আল-ওমর তাদের নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

ইআরডি কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে এই প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ছোট ও মাঝারি ৫১টি পৌরসভার সড়ক নির্মাণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১