আপডেট : ২২ March ২০১৮
ভোট ক্রয়-সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজেনস্কি। তবে এ অভিযোগ অস্বীকার করে বুধবার বিবিসিকে তিনি বলেছেন, ‘আমি দেশের উন্নয়নের পথে বাধা হয়ে থাকতে চাইনা। ’ ঘোষণার পর পেরুর কংগ্রেসের নিজ দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি অনুমোদন করেন। উৎকোচ গ্রহণের অভিযোগে বৃহস্পতিবার একটি অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। এর আগেই তিনি ক্ষমতা থেকে সর দাঁড়ালেন। কুজেনস্কির মিত্ররা এই ভোটে তাকে সমর্থন দেওয়ার জন্য বিরোধীদলীয় রাজনীতিকদের ঘুষ দেওয়ার প্রস্তাব করছেন, এমন ফুটেজ প্রকাশ পাওয়ার পর থেকে কুজেনস্কির পদত্যাগের দাবিতে প্রবল চাপ সৃষ্টি হয়। এর আগে ৭৯ বছর বয়সী কুজেনস্কি ডিসেম্বরে আরেকটি অনাস্থা ভোটে উৎরে গিয়েছিলেন । তখন বিরোধীরা ব্রাজিলীয় নির্মাণ কোম্পানি ওদেব্রেইচি থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ এনেছিল তার বিরুদ্ধে। কংগ্রেসে অল্প কিছু ভোটের ব্যবধানে ক্ষমতায় টিকে থাকা এই প্রেসিডেন্ট বিরোধীরা ‘ক্যু করতে চাইছে’ বলে অভিযোগ করে আসছিলেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেছেন, ‘তাকে ফাঁসানোর উদ্দেশ্যে ওই ভিডিও ফুটেজটি এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১