আপডেট : ২২ March ২০১৮
গ্রাহকের তথ্য চুরির ইস্যুতে নানামুখী চাপের পরে ক্ষমা চেয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্তা মার্ক জাকারবার্গ। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে গ্রাহকের তথ্য চুরির ঘটনায় ভুল স্বীকার করেছেন তিনি। জাকারবার্গ বলেছেন,‘আমরা ভুল করেছি। আর সেই ভুলের জন্য আমরা খুবই দুঃখিত। এ বিষয়ে আমাদেরও করার কিছু ছিল। আমাদের দায়িত্ব ছিল সবার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। এই ঘটনা থেকে আমাদের অভিজ্ঞতা হলো যে তথ্যের নিরাপত্তাকে আরো মজবুত করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের একটা ভুলের কারণে ব্যবহারকারীদের তথ্য অপব্যবহারের সুযোগ পেয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকা।’ সম্প্রতি ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোরের এক প্রতিবেদনে ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে এ বিষয়সহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচারের কৌশল অবলম্বনের অভিযোগ তোলা হয়। এরপর বিষয়টি নিয়ে সোচ্চার হয় যুক্তরাজ্যের বিভিন্ন সরকারি সংস্থা। ইতোমধ্যে কেমব্রিজ অ্যানালিটিকার কার্যালয়ে তল্লাশির আবেদনও করা হয়েছে আদালতে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় পরামর্শক হিসেবে কাজ করে লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা। অভিযোগ আছে তারা ট্রাম্পের প্রচারণার রসদ যোগাতে তারা পাঁচ কোটি ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য কাজে লাগায়। ফেসবুক গ্রাহকদের তথ্য রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের হাতে কীভাবে গেল সে বিষয়ে ব্যাখ্যা দিতে জাকারবার্গকে তলব করেছে ব্রিটিশ পার্লামেন্টের তদন্ত কমিটি। এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে যাচ্ছেন জাকারবার্গ। এই ইস্যুতে ইতোমধ্যে শেয়ারবাজারে বিরাট অংকের অর্থ হারিয়েছে জাকারবার্গের প্রতিষ্ঠান ফেসবুক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১