আপডেট : ১২ March ২০১৮
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ব্যস্ততার মাঝেই স্বস্তি খুঁজে পান তিনি। একটু অবসর পেলে নাকি অস্থির হয়ে পড়েন। মার্কিন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ‘অবসরে কী করেন?’ সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবসর বলে কিছু নেই। কাজের বাইরে যতটুকু সময় পাই পুরোটাই আমার সন্তানদের দিই। আমার ব্যস্ততা আমি খুব উপভোগ করি। কেউ বিশ্রাম নিতে বললে আমি অস্থির হয় যাই।’ চলচ্চিত্র পরিচালনা থেকে শুরু করে অভিনয়, লেখালেখি, সন্তান লালন-পালন সব কাজই করেন অ্যাঞ্জেলিনা জোলি। পাশাপাশি ভাবছেন নিজের পরিচালনায় পরের ছবি নিয়েও। এত ব্যস্ততার মাঝেও নিজ সন্তানদের জন্য সময় বের করেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১