আপডেট : ০৬ February ২০১৮
বিশ্ব পুঁজিবাজার বড় ধরনের হোঁচটের সম্মুখীন হয়েছে। লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, টোকিও এবং নিউ ইয়র্কসহ বিশ্বের প্রধান পুঁজিবাজারগুলোতে মঙ্গলবার সূচকের ব্যাপক পতন হয়েছে। এরমধ্যে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট এবং প্যারিসের পুঁজিবাজারের সূচক কমেছে প্রায় ৩ শতাংশ করে। আর যুক্তরাষ্ট্রের ডো সূচক কমেছে ৪ দশমিক ৬ শতাংশ, ২০১১ সালের আগস্টের পর এটিই ডো সূচকের সর্বোচ্চ পতন। এসএন্ডপি ৫০০ সূচক কমেছে ৪ দশমিক ১ শতাংশ। জাপানের নিক্কেই ২৫৫ সূচক কমেছে ৪ দশমিক ৭ শতাংশ। বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপকভাবে শেয়ার বিক্রি করে দেওয়ার প্রবণতা থেকেই এ পতন হয়েছে। বিবিসি ও ব্লুমবার্গের রিপোর্টে এসব তথ্য দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১