আপডেট : ০৪ February ২০১৮
বাংলাদেশে বৈধ ভাবে বিভিন্ন পেশায় কর্মরত আছেন ৪৪ দেশের ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশী নাগরিক। এর মধ্যে ৬৭ হাজার ৮৮৫ জনই নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। সবচেয়ে বেশি আছেন ভারতের নাগরিক। প্রতিবেশী রাষ্ট্রটির ৩৫ হাজার ৩৮৬ জন এ দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রবিবার জাতীয় সংসদকে এ তথ্য জানান। এর আগে তাঁকে প্রশ্ন করতে গিয়ে বিরোধী দল জাতীয় পার্টিও (জাপা) সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই লাখ বিদেশী প্রতিবছর বাংলাদেশ থেকে ৪০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। এরই জবাবে মন্ত্রী এ বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য অনুযায়ী এসব বিদেশী নাগরিকদের মধ্যে বিশেষজ্ঞ, কান্ট্রি ম্যানেজার, কনসালট্যান্ট, কোয়ালিটি কন্ট্রোলার, মার্চেন্ডাইজার, টেকনেশিয়ান, সুপারভাইজার, চিকিৎসক, নার্স, ম্যানেজার, প্রকৌশলী, প্রডাকশন ম্যানেজার, ডাইরেক্টর, কুক, ফ্যাশন ডিজাইনার, শিক্ষকসহ বিভিন্ন ক্যাটারগীরতে কাজ করেছেন। আসাদুজ্জামান খাঁন বলেন, এদের মধ্যে বিদেশী নাগরিক বিজনেস ওনারে ৬৭ হাজার ৮৫৩ জন, এক্সপার্টসে ৮ হাজার ৩শ’ জন, অফিসার পদে ৩ হাজার ৬৮২ জন, প্লেয়ারস-স্পোর্ট অর্গানাইজারে ২ হাজার ১০৫ জন, ক্যাপিটাল ইনভেস্টরে ৯২২ জন কর্মরত রয়েছেন। তিনি বলেন, এছাড়া বিদেশী নাগরিক পারসোনাল স্টাফসে ৮০৪ জন, ইকুপমেন্টস টেকনিক্যাল পারসোনেলে ৭২৭ জন, এনজিও পারসোনেলে ৫৬১ জন, রিসার্চ-ট্রেনিংয়ে ৪শ’ জন এবং হলিডে ওয়ার্কারে ১৩২ জন কর্মরত রয়েছেন। তিনি বলেন, বিদেশী নাগরিকগণ বাংলাদেশে গার্মেন্টস সেক্টর, বায়িং হাউজ, বিদেশী লিয়াজোঁ/ব্রাঞ্চ অফিস, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, রেস্টুরেন্ট, সরকারি বিভিন্ন ধরনের প্রকল্প, সিরামিকস, সিমেন্ট, স্পোর্টস, তেল ও গ্যাস, হাসপাতাল, এয়ারলাইন্স বিভিন্ন সেক্টরে কাজ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১