আপডেট : ০৩ February ২০১৮
চট্টগ্রাম টেস্টে ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিন উইকেট হারালেও দলের স্পিনার তাইজুল ইসলাম মনে করেন পঞ্চম দিন সারাদিন ব্যাট করে ম্যাচ বাঁচানো সম্ভব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম বলেন, ‘এ মুহূর্তে ভাবার কিছু নেই। আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। পঞ্চম দিনে কাজটা কঠিন হবে। তারপরও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে। আমরা ভালো কিছু করব।’ মুমিনুল হক ১৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আগামীকাল তার সাথে নামবেন মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাশ। এ চার ব্যাটসম্যান বাদে পরীক্ষিত ব্যাটসম্যান নেই দলে। তাদের প্রচেষ্টায় বাংলাদেশ ম্যাচ বাঁচাতে পারে কিনা সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১