আপডেট : ২৮ January ২০১৮
নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন সন্দিপ লিমিছানে। ১৭ বছর বয়সী এই লেগ স্পিনার খেলবেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে আলোড়ন তুলেছিলেন লিমিছানে। রবিবার আইপিএলের নিলামের দ্বিতীয় দিনে ভিত্তিমূল্য ২০ লাখ রুপি দিয়ে লিমিছানেকে দলে নেয় দিল্লি। দলের নতুন কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং জানিয়েছেন, নেটে লিমিছানের খেলা দেখে মুগ্ধ হয়েই দলে নিয়েছেন তারা। এদিন বড় চমক হিসেবে দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের উনাদকাটকে ১১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ফলে এবারের আইপিএল নিলামে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার তিনিই। আগের দিন ওপেনার লোকেশ রাহুলকে ১১ কোটি রুপিতে দলে টানে কিংস ইলেভেন পাঞ্জাব। গতকাল নিলামের প্রথম দিন আফগান ক্রিকেটার রশিদ খানের দাম ৯ কোটি রুপি উঠেছিল। তবে অবাক করা বিষয় হলো দ্বিতীয় দিনের নিলামে এখনও কেউ ডেকে নেননি ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১