বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে

সংগৃহীত ছবি

এশিয়া

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২ মার্চ, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্ব্যবাপী মৃত্যুর সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেছে। চীনে নতুন করে আরো ৪২ জনের মৃত্যুর মধ্যদিয়ে এ সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। এর মধ্যে শুধু চীনেই মারা গেছেন ২,৯১২ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ সোমবার জানিয়েছে, দেশে আরো ২০২ জন নিশ্চিত ভাইরাস-সংক্রমিত হয়েছে এবং আরো ১৪১ জন সংক্রমিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।  

নতুন যেসব রোগীর মৃত্যু হয়েছে তার সবই হুবেই প্রদেশে হয়েছে। আর যেসব মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে তার মধ্যে মাত্র ছয়জন হুবেই প্রদেশের বাইরে। চীনে এ পর্যন্ত যত মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে তার মধ্যে ৪৪,৪৬২ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। সত্তরোর্ধ্ব ওই ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি মোটেই ভালো ছিল না। ভাইরাস আক্রান্ত হওয়ার পর তিনি ওয়াংশিটনের সিয়াটেল এলাকার এভারগ্রিন হেলথ হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads