কয়েক মাস পরেই শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ। একঝাঁক শিক্ষার্থী দিনের পুরোটা সময় পার করে দিচ্ছে বইয়ের ভাঁজে। অনেকের তো রাতের বেলায়ও নিভছে না ঘরের আলো। প্রতিযোগিতার এই যুগে থেমে নেই কেউই। সবাই এগিয়ে চলছে নিজেদের স্বপ্ন পূরণের পথে। সবার লক্ষ্য এক, স্বপ্ন এক- নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া চাই-ই চাই। একজন শিক্ষার্থীর বারো বছরের শিক্ষাজীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্জন হিসেবে বিবেচনা করা হয় তার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলকে। তাই তো তারা বদ্ধপরিকর নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে।
বরাবরই আমাদের দেশের শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে দেশের স্বনামধন্য চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট, রুয়েট, কুয়েট ও চুয়েট। যারা ভবিষ্যতে নিজেদের একজন প্রকৌশলী হিসেবে দেখতে চান, তাদের স্বপ্নের বিদ্যাপীঠের তালিকায় থাকে এই চারটি বিশ্ববিদ্যালয়। যেহেতু এই চারটি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের প্রকৌশলী তৈরি করে থাকে, সেহেতু তারা একেবারে নিখুঁতভাবে বেছে নেয় দেশের সবচেয়ে মেধাবী সব শিক্ষার্থীদের। তাই শিক্ষার্থীদেরও দিতে হয় সর্বোচ্চ পরিশ্রম, অধ্যবসায় ও সাধনা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিপরীক্ষায় মূলত পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতের ওপর জোর দেওয়া হয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থাকে ইংরেজিও। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য চাই প্রতিটি বিষয়ের ওপর সমানভাবে দক্ষতা অর্জন। কিন্তু শুধু দক্ষ হলেই চলবে না, প্রতিনিয়ত চর্চা চালিয়ে যেতে হবে। নইলে পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে যাবে সবকিছু।
পড়াশোনার অতিরিক্ত চাপের পাশাপাশি শিক্ষার্থীদের এই সময়টা পার করতে হয় নানা হতাশা ও দুশ্চিন্তার মধ্য দিয়ে। কিন্তু দিনশেষে এগুলোর একটিও তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে না। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, তা নিয়ে হতাশ হলে চলবে না। দু-একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কোনো কারণে খারাপ হলে মনোবল হারিয়ে ফেলা যাবে না। বরং দ্বিগুণ মনোবল ও সাহস সঞ্চয় করে পরের পরীক্ষাগুলোর প্রস্তুতি নিতে হবে। শ্রেষ্ঠত্ব বিচারের এই মঞ্চে প্রমাণ করে দিতে হবে যে তুমিও সেরা। নিজেকে সেরা প্রমাণের জন্য এই মুহূর্তে যা প্রয়োজন, তা হলো সর্বোচ্চ প্রস্তুতি। কীভাবে পড়াশোনা করতে হবে, কীভাবে দুশ্চিন্তা ও হতাশাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে, সে সবকিছু নিয়ে ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চারজন মেধাবী শিক্ষার্থী। পাশাপাশি তারা জানিয়েছেন তাদের ভর্তি পরীক্ষার সময়কার নানা অভিজ্ঞতার কথা। সে সবকিছু নিয়েই আজকের আয়োজন।