‘সেবা না দিলে চিকিৎসকদের ওএসডি করা হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সরকার

‘সেবা না দিলে চিকিৎসকদের ওএসডি করা হবে’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ জানুয়ারি, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক বছর মেডিকেল কলেজে, অন্যবছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে। আগামীতে বায়োমেট্রিক পদ্ধতিতে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করা হবে। বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে। ঠিকমতো সেবা না দিলে চিকিৎসকদেরও ওএসডি করা হবে।

আজ রোববার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনকলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে। তাই সেখানে তারা যে মেডিকেল কলেজ করছে সেখানে আরেকটু নজর দেওয়া দরকার।

এসময় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কার্যক্রম ও অগ্রগতি প্রধানমন্ত্রী তদারকি করেন। এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একশ দিনের পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, বিশ্বের কোনো দেশে এতো বেশি বেতন বৃদ্ধির ইতিহাস নেই। বেতন এতো বেশি বৃদ্ধি পাওয়ার পরেও দুর্নীতি কেন হবে? ঐদিন সকল সরকারি কর্মকর্তাকে দুর্নীতিমুক্ত থেকে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যসেবা গুরুত্ব পেয়েছে। ইশতেহার বাস্তবায়নেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads