বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ সরকারের নির্দেশেই ঠিক করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, রায়ের যে তারিখ ঘোষণা করা হয়েছে এটা একেবারেই সরকারের নির্দেশে হয়েছে। প্রথম থেকেই অপচেষ্টা চালানো হচ্ছে বিনা বিচারে খালেদা জিয়াকে সাজা দেওয়ার জন্য। বাংলাদেশে যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সরকার যে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে- এটা তারই একটি প্রমাণ।
বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকার্য পরিচালনা করাও সম্পূর্ণ বেআইনি কাজ এবং তার অনুপস্থিতিতে বিচারের রায় ঘোষণাও সম্পূর্ণ বেআইনি। যুক্তিতর্ক, আত্মপক্ষ সমর্থনসহ অন্যান্য বিষয় বাকি ছিল। কোনোটাই তারা নেয়নি। বিএনপি মনে করে, এটা ন্যায়বিচারের পরিপন্থী। বিএনপির এর প্রতিবাদ জানাচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। ওই মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে জেল খাটছেন।