‘শিক্ষার্থীদের আন্দোলন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

সিংরক্ষিত ছবি

জাতীয়

‘শিক্ষার্থীদের আন্দোলন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে আলোচিত কয়লা, স্বর্ণ কেলেঙ্কারি ও সিটি নির্বাচনের ‘অনিয়ম’সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু চাপা পড়ে যাচ্ছে। এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ বলছেন, সব ইস্যু জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নয়; সব ইস্যু সমান গুরুত্ব বহন করে না। তবে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন করছে, তা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এর একটি সুষ্ঠু সমাধান দরকার। সংশ্লিষ্ট সব পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে সড়কে মৃত্যুর মিছিল বন্ধে পদক্ষেপ নেবেন- এটাই তাদের প্রত্যাশা।

জানতে চাইলে অধ্যাপক আফসান চৌধুরী বাংলাদেশের খবরকে বলেন, ইস্যুর ভিড়ে ইস্যু হারিয়ে যাবে- এটাই স্বাভাবিক। তবে সব ইস্যু গুরুত্বপূর্ণ নয়; সব ইস্যু সমান গুরুত্ব বহন করে না। এখন ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে,

‘শিক্ষার্থীদের আন্দোলন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু’

 এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ ইস্যুতে একাধিকবার আন্দোলন হয়েছে কিন্তু কোনো ফল আসেনি। এবার যাতে ফল আসে, সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। তারা বড় হয়ে একদিন জাতিকে নেতৃত্ব দেবে। তাই শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে দেশের পরিবহন খাতে আইনকানুনের সঠিক প্রয়োগ করতে হবে।

আফসান চৌধুরী বলেন, স্বর্ণে কত টাকার ক্ষতি হবে কিংবা কয়লায় কত ক্ষতি হবে, তা পুষিয়ে নেওয়া যাবে। সরকার নিশ্চয়ই বিষয়টি দেখবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সিটি নির্বাচনের বিষয়টি রাজনীতিবিদরা সমাধান করবেন।

এ বিষয়ে অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ বাংলাদেশের খবরকে বলেন, দেশে বিভিন্ন সময়ে অনেক ইস্যু আসে। কিন্তু সব ইস্যু সমান গুরুত্ব বহন করে না। কিছু কিছু ইস্যু জাতীয় ইস্যু হয়ে দাঁড়ায়। যেমনটা রাজপথে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক মর্মস্পর্শী। সড়কে মৃত্যু মহামারী আকার ধারণ করেছে। এর একটা বিহিত করা দরকার। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তার সফলতা কামনা করেন তিনি।

সম্প্রতি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে এক লাখ ৪৪ হাজার টন কয়লা উধাও হওয়া নিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেই সঙ্গে আলোড়ন সৃষ্টি হয় বাংলাদেশ ব্যাংকে জমা রাখা তিন কেজি ৩০০ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি ও আংটি মিশ্র বা সঙ্কর ধাতুতে পরিণত হওয়ার পাশাপাশি ২২ ক্যারেটের স্বর্ণ ১৮ ক্যারেট হওয়ায়।

এ ছাড়া গত ৩০ জুলাই অনুষ্ঠিত রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়েও নানা অভিযোগ ওঠে। বরিশালে কারচুপির অভিযোগ এনে বিএনপিসহ অন্য সব দলের মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেন। রাজশাহীতে বিএনপির প্রার্থী কারচুপির অভিযোগ এনে নিজেই ভোটদান থেকে বিরত থাকেন। সিলেটেও অনিয়মের অভিযোগ করে বিএনপি। রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী, নির্বাচনের পর তা নিয়ে যে সমালোচনা ও পর্যালোচনা হয় তা গণমাধ্যমে প্রকাশিত হয়। এবার কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সংবাদমাধ্যম এ বিষয়ে তেমন কোনো খবর প্রকাশ হয়নি। মূলত নতুন নতুন ইস্যুর কারণে আলোচিত অনেক ইস্যু আড়ালে চলে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads