অভিনেত্রী মৌসুমী হামিদ। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০১০ সালে শোবিজে যাত্রা শুরু হয় তার। টেলিভিশন এবং চলচ্চিত্রে সমান জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাজলক্ষ্মী’রূপে বড়পর্দায় আসছেন মৌসুমী হামিদ। আরিফুর জামান পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে অভিনয় করবেন তিনি। ২৬ এপ্রিল থেকে চিত্রায়ণে অংশ নেবেন বলে জানান মৌসুমী হামিদ।
মৌসুমী হামিদ বলেন, ‘এ চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনন্য সৃষ্টি। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার জন্য আনন্দের। দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই। আমার বিশ্বাস, দর্শক ভালো কিছু পাবেন।’
এ ছবিতে অভিনয়ের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্রে ফিরতে যাচ্ছেন মৌসুমী হামিদ। ‘না মানুষ’ ছবিতে অভিনয় করার মাধ্যমে বড়পর্দায় আগমন হয়েছিল তার। ‘জালালের গল্প’, ‘হাডসনের বন্দুক’, ‘ব্ল্যাকমেইল’, ‘মেন্টাল’ এবং ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবিতে দারুণ অভিনয় করে নিজের অবস্থান জানান দিয়েছিলেন এ অভিনেত্রী। বর্তমানে ঈদের একক নাটক এবং ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী হামিদ।





