শোবিজ

‘বিশ্ব ভরা গান’ নিয়ে ফিরলেন বিপ্লব সাহা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ জুলাই, ২০২১

দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্বরঙের কর্ণধার ও আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। গানের প্রতি অনুরাগের কারণে এরইমধ্যে গায়ক হিসেবে একক ও দ্বৈত গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন।

উপস্থাপকের পাশাপাশি বিশ্ব ভরা গান' অনুষ্ঠানের সঞ্চালনায়ও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

বিপ্লব সাহা বলেন, 'করোনার মহামারীর এই সময়টাতে আমাদের সবারই সময় কাটছে ঘরে বসে৷ একই রুটিন আর একঘেয়েমিতে বন্দী হয়ে আছে জীবন। সেখানে এক পশলা বিনোদনের ব্যবস্থা করবে 'বিশ্ব ভরা গান'। আশা করি সবার কাছে উপভোগ্য হয়ে উঠবে অনুষ্ঠানটি।’

গতবছর থেকে এই আয়োজনটি করে আসছেন তিনি। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর শ্রোতা অনুরাগীদের অনুরোধে অনুষ্ঠানটি আবারও শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় বিশ্বরঙ আয়োজিত অনলাইন মিউজিক্যাল শো 'বিশ্ব ভরা গান' অনুষ্ঠানে ৬ জুলাই (মঙ্গলবার) রাত ৯টায় অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট নৃত্যশিল্পী, নন্দিত অভিনেত্রী ও মডেল তারিন জাহান।

অনুষ্ঠানটি বিশ্বরঙের ফেসবুক ফ‍্যান পেজ bishworangfanclub-এ দেখা যাবে।

উল্লেখ্য এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে গান শোনাতে আসবেন বিশিষ্ট কন্ঠশিল্পী আবিদা সুলতানাসহ আরও অনেক প্রিয়মুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads