‘বিশ্ব আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না’

ফাইল ছবি

মধ্যপ্রাচ্য

‘বিশ্ব আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৫ জানুয়ারি, ২০২০

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এ মুহূর্তে উপসাগরীয় অঞ্চলে আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব। ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার এবং বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি বাগদাদে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি একথা বলেন। খবর : বিবিসি ও আলজাজিরার।

গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, এ হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়বে। এ মুহূর্তে বিশ্ববাসীর পক্ষে পারস্য উপসাগরে আরেকটি যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয়। তাই শীর্ষ নেতাদের সর্বোচ্চ ‘আত্মসংযম’ চর্চার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলায় নিহত হন সোলাইমানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলাইমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে পেন্টাগন। ওই হামলায় ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হাশেদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহানদিসও নিহত হন।

এদিকে ইরান ঘোষণা করেছে, তারা কুদস বাহিনীর কমান্ডারের হত্যার কঠোর প্রতিশোধ নেবে। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। এটি এমন একটি মুহূর্ত যখন নেতাদের অবশ্যই সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। এদিকে সোলাইমানি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক টেলিফোনালাপে এ উদ্বেগ প্রকাশ করেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সোলাইমানিকে হত্যার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা টেলিফোনে আলোচনা করেন। এ সময় পুতিন উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাবে।

এর আগে রাশিয়ার কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পরিবর্তন আনতে চায়। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির প্রধান কনস্তান্তিন কাসাচোভ বলেন, ইরাকে যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে সোলাইমানিকে যেভাবে হত্যা করা হয়েছে তার চেয়ে খারাপ দৃশ্যপট আর কিছু হতে পারে না।

যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় প্রতিশোধের হুঙ্কার ছেড়ে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, বিশ্বের কুচক্রী ও শয়তান রাষ্ট্রগুলোর বিরুদ্ধে অনেক বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত জিহাদ চালিয়ে গেছেন সোলাইমানি। যে অপরাধীরা তাদের নোংরা হাত দিয়ে সোলাইমানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য ভয়ংকর প্রতিশোধ অপেক্ষা করছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরিফ এক বিবৃতিতে বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তোমরা কড়া জবাবের জন্য অপেক্ষা করো। সোলাইমানির রক্তের বদলা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads