একজন সংবাদকর্মীর গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘নিজস্ব প্রতিবেদক’। সংবাদকর্মী সালমান তারেক শাকিলের গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এস সিরাজী। ফু-শা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন যুগল পরিচালক স্বাধীন-ফুয়াদ। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন জোভান ও নাদিয়া আফরিন মিম।
নাটকটির গল্প সম্পর্কে সালমান তারেক শাকিল বলেন, ‘প্রায় ছয় বছর পর আমার প্রিয় গল্পটি আলোর মুখ দেখল। স্বল্প কর্মজীবনের কোন মুহূর্ত আমাকে আলোড়িত করেছে, কোন চাপ ব্যথিত করেছে, কোন ঘটনা বিলম্বে যুক্ত হয়েছে- এমন সব ছোট অভিজ্ঞতা নিয়েই এ নাটকের গল্প নির্মাণ করেছি। নাটকটির গল্পে ছয় বছরে নানা সময়ে নানাভাবে পরিবর্তন এসেছে। কিন্তু মূল চরিত্র ছিল অপরিবর্তনীয়।’
সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি। টানা চিত্রায়ণ শেষে নাটকটি এখন সম্পাদনার টেবিলে। নাটকটি বিষয়ে যুগল পরিচালক স্বাধীন-ফুয়াদ বলেন, ‘অনেক দিন পর একটি গল্প পেয়েছি। যেখানে একজন সংবাদকর্মীর জীবন ও ব্যস্ততা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা পাওয়া যায় তার সামাজিক দায়বদ্ধতা সম্পর্কেও। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
শিগগিরই নাটকটির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে। এতে আরো অভিনয় করেছেন সাব্বির আহমেদ, বড়দা মিঠু, তারেক মাহমুদ, আহমেদ সাব্বির রোমিও, তুহিন খান, নাজক, সজল মন্তর প্রমুখ।