‘ত্রাণ তো দূরের কথা কেউ খোঁজও নিতে আসেনি’

ছবি: বাংলাদেশের খবর

প্রাকৃতিক দুর্যোগ

টঙ্গিবাড়ীতে পানিবন্দি কয়েক শত পরিবার

‘ত্রাণ তো দূরের কথা কেউ খোঁজও নিতে আসেনি’

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অগাস্ট, ২০২১

উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার বিস্তীর্ণ অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও হাসাইল এলাকায় প্রতিদিনই নতুন নতুন ঘরবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। শুধুমাত্র পাচগাঁও নদী তীরবর্তী এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবারগুলো জানান, প্রায় এক সপ্তাহ যাবৎ তাদের বাড়িগুলোতে পানি উঠেছে। প্রতিদিন পানি বৃদ্ধি পাচ্ছে। পানির মধ্যে দিয়ে হেঁটে তাদের নিত্যদিনের কাজ কর্ম সারতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসাইল নদীর তীরবর্তী হাসাইল গ্রাম পাশের পাঁচগাও ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকায় মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। এছাড়া চরাঞ্চলের মান্দা, পাঁচনখোলা, আটিগাঁও, বীদগাঁও, বানারী এলাকায় কিছু কিছু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

পানিবন্দি মানুষগুলো পানি মারিয়ে হেঁটে তাদের নিত্যদিনের কাজকর্ম সারছেন। পাচগাও এলাকায় স্ত্রী সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছেন শাহ আলম। তিনি যে এলাকায় বসবাস করেন পুরো এলাকাটি পানিতে তলিয়ে গেছে। তার এক বছরের সন্তানকে কোলে নিয়ে দীর্ঘ পথ পানির মধ্য দিয়ে পায়ে হেঁটে স্ত্রীসহ মূল রাস্তায় উঠেছে।

শাহ আলম জানান, প্রায় এক সপ্তাহ ধরে তাদের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বাড়ি হতে দীর্ঘ পথ পানি দিয়ে হেঁটে উঠতে হয় সড়কে। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে যেকোনো মুহূর্তে তাদের ঘরের মধ্যে পানি ঢুকে যাবে ‌।

বন্যাকবলিত সেকান্দর চৌকিদারি জানান,এক সপ্তাহ ধরে তাদের বাড়িতে পানি উঠলেও দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত তাদের ঘরবাড়ি তলিয়ে থাকলেও ত্রাণ তো দূরের কথা কেউ তাদের খোঁজ নিতেও আসেনি।

আরেক বন্যাকবলিত আনসার আলী শেখ জানান ঘরে বুক পানি হলেও ত্রাণ পাই না আর এখন তো সবে মাত্র বাড়িতে পানি উঠছে। ত্রাণতো দূরের কথা খোঁজ নিতেও কেউ আসলো না।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, খোঁজ নিয়ে পরিবারগুলোকে খাদ্য সহায়তা এবং অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads