শাহেদ পেশায় সাংবাদিক। খুব ভালো গান করেন। কবিতা শাহেদের পূর্বপরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুজনের পরিচয়। দুজনের মধ্যে সখ্য হয়, বন্ধুত্ব হয়। ভালোলাগা কাজ করে শাহেদের মধ্যে। এরই মধ্যে প্রবাসী এক বাঙালির সঙ্গে কবিতার বিয়ে ঠিক হয়। খবরটা জানতে পারেন শাহেদ। শাহেদ ভেতরে ভেতরে আঘাত পান। কবিতার বাবা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। একদিন শাহেদ আমন্ত্রিত হন গান করার জন্য কবিতাদের বাড়িতে। শাহেদ ভরা মজলিশে গান ধরেন রাতের বেলায় কবিতাদের বাড়ির ছাদে। কবিতার বাবা মুগ্ধ হন শাহেদের গান শুনে। মুগ্ধ হন উপস্থিত অতিথিরাও। গান শুনে কষ্ট হয় কবিতার। আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলেন কবিতা। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।
একক নাটক ‘তুমি যে আমার কবিতা’ প্রচার হবে আজ রাত ৮টায় আরটিভির ‘ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ টাইমে। শহীদুল হক স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজিব আহমেদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, শারমীন জোহরা শশী, মিলি বাশার প্রমুখ।





