‘তারই অপেক্ষায়’ টয়া

অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

‘তারই অপেক্ষায়’ টয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০১৮

‘তারই অপেক্ষায়’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। লায়নিক মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছে মোহন আহমেদ।

নাটকে অভিনয় করা প্রসঙ্গে টয়া বলেন, ‘নাটকটির গল্পে ভিন্নতা আছে। এটি আমার এবারের ঈদের কাজগুলোর মধ্যে অন্যতম।’ এ নাটকে পাগলের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবার পাগলের ভূমিকায় অভিনয় করেছি। সত্যিকারের আবর্জনার মধ্যে শুয়েছি। নোংরা জামা কাপড় পরেছি। মোটকথা, পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যারপরনাই পরিশ্রম করেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুন করে আবিষ্কার করবে।’

তৌসিফ ও টয়া ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, ফয়সাল হাসান, অমি ইসলাম, আলামিন সুমন, হাওলাদার সোহাগ, রানা প্রমুখ। লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা রয়েছে নাটকটির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads