‘কালবেলা’ শিরোনামের সরকারি অনুদানের একটি ছবি নির্মাণ করছিলেন সাইদুল আনাম টুটুল। ছবির চিত্রায়ণ প্রায় শেষের দিকে। এরই মধ্যে হঠাৎ ১৮ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন এ নির্মাতা। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শিশির আহমেদ।
তিনি বলেন, ‘অসমাপ্ত ছবির কাজ শেষ করবেন সাইদুল আনাম টুটুলের স্ত্রী মোবাশ্বেরা খানম। এটি ছিল টুটল ভাইয়ের স্বপ্নের ছবি। কষ্ট এখানেই, ছবিটির কাজ শেষ পর্যায়ে এনে টুটুল ভাই চলে গেলেন। আমরা সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করতেই চাই। টুটুল ভাইয়ের স্ত্রী এগিয়ে এসেছেন। ছবিটির বাকি অংশের কাজ তিনি শেষ করবেন বলে জানিয়েছেন। ওনাকে সহযোগিতা করবেন শওকত আলী রানা ভাই। আশা করছি নির্বাচনের পর পরই আমরা ছবিটির বাকি কাজ নিয়ে মাঠে নেমে পড়ব।’
২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি’ বই থেকে ‘কালবেলা’ চলচ্চিত্রের গল্প নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর ওপর অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হচ্ছে এই ছবিতে। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে শিশির ও সানজিদা চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ। সরকারি অনুদানের পাশাপাশি ছবিতে লগ্নি করেছেন টুটুল নিজেও। ছবিতে আরো অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশুশিল্পী সিয়াম ও মোরসালিনসহ অনেকে।