‘এক্স নো এন্ট্রি’

প্রিয়াঙ্কা চোপড়া

ছবি : সংগৃহীত

বলিউড

‘এক্স নো এন্ট্রি’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০১৮

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার রিসিপশনে অতিথির তালিকা নিয়ে এখনই জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদিও প্রিয়াঙ্কা আগেই জানিয়েছিলেন অতিথিদের সংখ্যা ৩০০ ছাড়াবে না। শোনা যাচ্ছে, অতিথিদের তালিকা থেকে বাদ পড়েছেন প্রিয়াঙ্কার সাবেক প্রেমিকরা।

কিন্তু কেন? প্রিয়াঙ্কা চান না তার প্রাক্তন প্রেমিকরা উপস্থিত থাকুক। বিয়ের আসরে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই ওয়েডিং ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে তিনি পরিষ্কার বলে দিয়েছেন ‘এক্স নো এন্ট্রি’।

এদিকে, এখন চলছে বিভিন্ন নিয়ম-নীতি পালন। মার্কিন নিয়ম অনুযায়ী ‘ব্রাইডাল শাওয়ার’ করবেন বলে আগেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রিয়াঙ্কার সেই কাঙ্ক্ষিত ব্রাইডাল শাওয়ার। তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা গেছে, চোপড়া পরিবারের সাজ সাজ রব। মেয়ের বিয়ের আনন্দে ভাসছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। মা-মেয়ে একসঙ্গে তুমুল নাচ করেছেন ব্রাইডাল শাওয়ারে। কখনো নিজে গান গেয়ে নেচে উঠছেন, আবার কখনো বন্ধুদের সঙ্গে নাচছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads