টেকসই উন্নয়ন লক্ষমাত্রার (এসডিজি) চ্যালেঞ্জ বাস্তবায়নে সরকার শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ হাজার শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠানো হবে।
আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জের কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) নেছার আহমেদ।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও এসডিজি-৪ বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ও ‘ওয়ান ডে, ওয়ান ওয়ার্ড’ ইংরেজী শিখন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) নেছার আহমেদ।
অনুষ্ঠানে নেছার আহমেদ বলেন, আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের উন্নত বাংলাদেশ গঠনে এই শিশুদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্য শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক বেলাল হোসাইন, আলীগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট মো. জয়নাল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা’র সহকারি পরিচালক এম.এম সাইদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী বজলুর রহমান বাবলু, দাদ্বশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সরদার আবুল বাসার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুলবুল সরকার।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক তপাদার, অভিভাবকদের পক্ষে সালমা ইসলাম ও পূর্ণিমা রানী চৌধুরী, শিক্ষার্থীদের পক্ষে মো. যোবায়ের রহমান। কোরআন তেলওয়াত করেন, শিক্ষার্থী নাহিদুল ইসলাম।
কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হায়দার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন চৌধুরী’র যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।