মাঠের লড়াইয়ে ছিলেন না লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের অনুপস্থিতি কোনো প্রভাব ফেলেনি বার্সেলোনার পারফরম্যান্সে। এল ক্লাসিকো বলে কথা। চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফুটবলের ‘মহাযুদ্ধ’ যে মর্যাদারও ব্যাপার। তাই তো ক্লাবের সম্মান রক্ষার মিশনে উজ্জীবিত বার্সা ফুটবলাররা দুরন্ত পারফরম্যান্সে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়ালকে। বার্সেলোনার মিডফিল্ডার সার্জি বুসকেটসের দৃষ্টিতে মেসিকে ছাড়া ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এ লড়াইয়ে জয় ছিনিয়ে নেওয়াটা বার্সার জন্য ‘অসাধারণ এক অর্জন’- ‘মেসিকে ছাড়া ৫-১ গোলের জয় অনন্য এক পাওয়া। আমরা যখন বিপদে পড়ি, লিও আমাদের ত্রাতা হয়ে আবির্ভূত হন। কিন্তু আজ দল মাঠের পরীক্ষায় উতরে গেছে।’
মেসিকে ছাড়া জেতায় গর্বিত লুইস সুয়ারেজ, ‘দল হিসেবে আমরা খুবই গর্বিত। কারণ আমরা দেখিয়ে দিয়েছি মেসি না থাকলেও আমরা গ্রেট একটি দল। আমাদের রয়েছে গ্রেট একজন কোচ (এর্নেস্তো ভালভারদে)।
ডান হাতের হাড়ে চিড় ধরায় দর্শকসারিতে ছিলেন মেগাস্টার মেসি। তার অনুপস্থিতিটা বুঝতে দেননি লুইস সুয়ারেজ। আগুনে পারফরম্যান্স দিয়ে উরুগুয়েন এ তারকা স্ট্রাইকার করেন হ্যাটট্রিক। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে একপেশে ৫-১ গোলের জয়ের ম্যাচে স্কোরশিটে নাম লেখান ফিলিপে কুতিনহো এবং আর্তুরো ভিদালও। রিয়ালের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ডিফেন্ডার মার্সেলো। এ জয়ে পরিষ্কার এক পয়েন্টের ব্যবধানে লা লিগার শীর্ষে এখন বার্সা। তবে নবম স্থানে নেমে যাওয়া রিয়ালের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে তারা। গত ১৭ বছরের মধ্যে মৌসুমের শুরুতে এতটা খারাপ কখনো খেলেনি রিয়াল। যে কারণে শোনা যাচ্ছে, চাকরি খোয়াচ্ছেন কোচ জুলেন লোপেতেগুই। সান্তিয়াগো বার্নাব্যুতে স্থলাভিষিক্ত হতে পারেন অ্যান্তোনিও কন্তে।
বার্সেলোনা জানত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মানসিকভাবে পিছিয়ে থেকেই মাঠে নামবে। মাঠের লড়াইয়ে তারা বাড়তি সুবিধা পাবে। পিকে স্বীকার করলেন সেই সুযোগাটাই কাজে লাগিয়ে সাফল্যের দেখা পেয়েছে কাতালান জায়ান্ট- ‘আমরা জানতাম, যদি তাদের চাপে রাখা যায়। তাহলে গোলের সুযোগ তৈরি করতে পারব। সেভাবেই পাল্টা আক্রমণের সুযোগ এসেছে। গোলও পেয়েছি আমরা।’
জেরার্ড পিকে দলের চমৎকার জয়ে বেজায় খুশি। খুশি দলের পারফরম্যান্স নিয়েও। কারণ মহারণের এল ক্লাসিকো জয়ের মাধ্যমে চার ম্যাচ জয়হীন থাকার খারাপ সময়টা যে পুরোপুরি গা থেকে ঝেরে ফেলেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পিকের অভিমত, যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে এখন বার্সেলোনা, ‘আমি সত্যিই খুব খুশি। গুরুত্বপূর্ণ ফল এটি। দল আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। চলতি সপ্তাহ (সেভিয়া, ইন্টার ও মাদ্রিদের বিপক্ষে জয়) আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। নিজেদের সেরা খেলোয়াড়কে বাইরে রেখেই আমরা গ্রেট লেভেলে আছি।’
উৎসবের আনন্দমাখা উপলক্ষটা তাই উদযাপন করতে চান ডিফেন্ডার পিকে, ‘আমরা পাঁচ গোল দিয়েছি। উপভোগ করার মতো মুহূর্ত এগুলো। প্রতিপক্ষের জালে পাঁচ গোল করা সহজ কথা নয়। যখন এটা হয়ে গেছেই তখন তো উদাযপন করতেই হবে।’